Logo

সারাদেশ

কালীগঞ্জে ঝড়ে ১৫ পরিবার লণ্ডভণ্ড, আহত ২

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৪

কালীগঞ্জে ঝড়ে ১৫ পরিবার লণ্ডভণ্ড, আহত ২

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ের আঘাতে প্রায় ১৫টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় যুবক দুলু মিয়া জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ ঝড় আঘাত হানে। এতে শ্রুতিধর গ্রামের টিনসেট, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি মুহূর্তে বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য বড় গাছ। গাছের ডাল ও টিনের আঘাতে দুইজন আহত হন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন ব্যস্ত থাকার কারণে তাৎক্ষণিক মন্তব্য করতে পারেননি। তবে দুর্যোগের খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর