Logo

সারাদেশ

মেহেরপুরে দিনব্যাপী টিকাদান প্রচারমূলক ওরিয়েন্টেশন কর্মশালা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০৭

মেহেরপুরে দিনব্যাপী টিকাদান প্রচারমূলক ওরিয়েন্টেশন কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরে শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টায়পয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আব্দুল সালাম।

গণযোগাযোগ অধিদফতর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক তারেক মোহাম্মদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম সিরাজুম মনির।

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সাংবাদিকদের জন্য কর্মশালায় টায়পয়েড টিকাদান সম্পর্কিত তথ্য ও প্রচারমূলক কৌশল বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আকতারুজ্জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর