Logo

সারাদেশ

সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের নিয়োগ বাতিল ও দায়-দেনা সমন্বয়ের দাবি

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:২৩

সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের নিয়োগ বাতিল ও দায়-দেনা সমন্বয়ের দাবি

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের প্রভাবের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের কর্মকর্তা নিয়োগ বাতিল ও দায়-দেনা সমন্বয়ের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, সুনামগঞ্জ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা খাইরুল বাশার এবং সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন। ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

বক্তারা দাবি করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলমের প্রভাবের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বরখাস্ত করা হোক। এছাড়া দেশের সব অঞ্চল থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে হবে।

গ্রাহক আলমগীর আহমেদ তালুকদার বলেন, ‘এস আলমের মাধ্যমে পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনা এবং জব্দ করা সম্পদ ব্যবহার করে ব্যাংকের দায়-দেনা সমন্বয় করার প্রয়োজন।’

বক্তারা আরও বলেন, যারা ব্যাংকের ভাবমূর্তি নষ্টে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওলি আহমেদ, সোলেমান চৌধুরী, শিক্ষক ও গ্রাহক আমিনুল ইসলাম, জয়দর আলী, শফিকুল ইসলাম ধনু, জাকারিয়া স্টিল ফার্নিচারের স্বত্বাধিকারী জহুর আলী, জাকির হোসেন, গোলাপ আহমেদ, মোকাব্বির আহমেদ ও কবির হোসেনসহ আরও অনেকে।

আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর