Logo

সারাদেশ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা শুরু, ছোয়াইং দান ও প্রার্থনায় মুখর বিহার

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৩১

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা শুরু, ছোয়াইং দান ও প্রার্থনায় মুখর বিহার

ছবি : বাংলাদেশের খবর

পার্বত্য জেলা বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারনা পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) সকালে বিহারে বিহারে ছোয়াইং দান, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। উৎসবে অংশ নেন বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষ।

উৎসবের তিনদিন ব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানা, হাজার প্রদীপ প্রজ্জলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত হবে প্রবারনা পূর্ণিমার প্রধান আকর্ষণ ফানুস বাতি। প্রশাসনের পক্ষ থেকে উৎসব নির্বিঘ্নে পালনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৌদ্ধ ধর্ম অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারনা পূর্ণিমা উদযাপিত হয়। এই দিনে রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহণ, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল, তাই বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি বিশেষভাবে স্মরণীয়।

মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা বলেন, “এই দিনের জন্য আমরা সারাবছর অপেক্ষা করি। আজ সকালে আমরা ছোয়াইং দান করেছি, প্রদীপ জ্বালিয়েছি ও প্রার্থনা করেছি। বিকালে সবাই মিলে ফানুস বাতি উড়াবো। এ আনন্দঘন উৎসবে বন্ধু-বান্ধবের সঙ্গে মজা করার সুযোগ পাব।”

বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার জানান, `এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। উৎসবটি যেন শান্তিপূর্ণ পরিবেশে পালন করা যায়, সেজন্য পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ও আনুষ্ঠানিক পোশাকে ডিউটিতে থাকবেন।'

উৎসব আগামী ৭ অক্টোবর রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর