ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও দায়-দেনা সমন্বয়ের দাবিতে মানববন্ধন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫০
ছবি : বাংলাদেশের খবর
দেশের বিভিন্ন জেলায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ ও পক্ষপাতমূলক পদক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রার্থী পরিষদের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পরিচালিত হয়।
বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। দেশের সকল অঞ্চলে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও কার্যকর ভূমিকা রাখা জরুরি। বাংলাদেশের খবরের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
ফেনী : ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রার্থী পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীমের সভাপতিত্বে এবং অধ্যাপক গোলাম মাহবুব নাইমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইয়াকুব ফারুকী, সরোয়ার আলমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এক সময়ের বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের মধ্যে স্থান পাওয়া এই ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এস আলম নামে এক ব্যক্তি। তারা দাবি করেন, ইসলামী ব্যাংক বাঁচলে বাংলাদেশও বাঁচবে। এছাড়া এস আলমের অবৈধ নিয়োগ বাতিল ও অর্থপাচারকারীদের আইনের আওতায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।
-68e3653ba3bdf.jpg)
টাঙ্গাইল (সখীপুর) : সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সখীপুর শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একসময় দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্যাংক হিসেবে খ্যাতি পাওয়া ইসলামী ব্যাংক বর্তমানে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের কারণে সেবা দিতে পারছে না। তারা দাবি করেন, অযোগ্য ও অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণ করে যোগ্য ও মেধাবী কর্মচারী নিয়োগ দিতে হবে। ব্যাংকের পুরনো সুনাম ফিরিয়ে আনার জন্য স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ভোলা (লালমোহন) : লালমোহনে সকালে ‘বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান সমন্বয়ক মো. আবুল হাসান নেতৃত্ব দেন। বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের দ্বারা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে যোগ্যতাসম্পন্ন কর্মচারি নিয়োগ না করে অযোগ্যদের নিয়োগের কারণে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তারা অবিলম্বে এসব নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নতুন নিয়োগের দাবি জানান।
-68e365c036798.jpg)
বক্তারা আরও বলেন, এস আলমের মাধ্যমে পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনা, ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক।
চাঁদপুর : চাঁদপুরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম গ্রুপ ব্যাপক অবৈধ নিয়োগ দিয়েছে এবং ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। এসব নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত ও গ্রাহকদের টাকা ফেরতের দাবি জানান তারা। সভায় আরও বলা হয়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এআরএস


