Logo

সারাদেশ

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. আল মামুন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সাজেদুর রহমান, মেডিকেল অফিসার ডা. জুবাইর মো. আল ফয়সাল, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইব্রাহিম মোল্লা সুমন এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক বক্তব্য দেন।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এজন্য প্রতিটি শিশুকে জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ টিকা টাইফয়েডজনিত মৃত্যু ও অসুস্থতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় উল্লেখ করা হয়।

মাহফুজ রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর