নাটোরে দুর্ঘটনায় আহত এসবি সদস্যের ঢামেকে মৃত্যু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:১৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল মো. ফজলে নাঈম জনি (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাবনা জেলা পুলিশের নায়েক মো. রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় নাঈমের মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ঢামেকের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাটোরে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য ফজলে নাঈম আজ ভোররাতে আইসিইউতে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাঈম নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সত্যপাড়া গ্রামের ফজলে এলাহী পাভেলের ছেলে। তিনি পাবনায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।
এনএমএম/এমবি