অপূর্ব পালের শাস্তির দাবিতে শিবচরে মিছিল-সমাবেশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:২২
-68e36e480251f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র আল কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শিবচর উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ও মাদারীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ হযরত মাওলানা আকরাম হুসাইন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মো. খলিল মিয়া/এআরএস