Logo

সারাদেশ

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের আতঙ্ক হিসেবে পরিচিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে সামাজিক আন্দোলন নামে একটি সংগঠন রোববার (৫ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিক্ষোভ মিছিলটি নরসিংদী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুতাপট্টি মোড়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামাজিক আন্দোলন নরসিংদীর সভাপতি ও নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া, সহ সভাপতি সুজন সাহা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুল বাশার খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ শিল্প বিষয়ক সম্পাদক রাসেল হোসেন, যুবদল নেতা রিয়াজুর আসলাম, মো. আদার মিয়া, আব্দুর রাজ্জাক, সদস্য জিয়াউর রহমান জিয়া, আলী মোর্তজা, বাশির আহমেদ, শরিফ মোল্লা, মোহাম্মদ আলী, রাসেল খন্দকার ও সারোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে আনোয়ার হোসেন শামিম দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আসছেন। তার ওপর হামলা শুধুমাত্র একজন কর্মকর্তার ওপর হামলা নয়, এটি রাষ্ট্রের ওপর হামলা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চ্যালেঞ্জ। হামলার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর