দুধকুমার নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৩
-68e3731b954ad.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে মনসুর আলী (৩৮) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার খামারনকুলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার (৬ অক্টোবর) উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় তীব্র স্রোতের কারণে মনসুর আলী নদীতে পড়ে যান। তিনি একজন ধান ব্যবসায়ী।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীর তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার ও কালজানি নদীর পানি বেড়েছে। ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ সংগ্রহ করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে।
এআরএস