ঝালকাঠিতে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৪
---2025-10-06T154340-68e38f906347f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন চালু ও আল্ট্রাসনোগ্রাম মেশিন সচলসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘নলছিটি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন’ ব্যানারে কর্মসূচি পালন করা হয়। এতে নলছিটির বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা কর্মসূচি চলাকালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলছিটি উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র দুইজন চিকিৎসক পদায়িত আছেন। অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিন আনার এক বছর না যেতেই বিকল হয়ে গেছে। এক্স-রে মেশিনও ফিল্মসের অভাবে মাঝে মাঝে বন্ধ থাকে। দেড় যুগ ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স থাকলেও তেলের অভাবে তা ব্যবহার করা যায় না।
ফলে রোগীদের অতিরিক্ত খরচে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্য, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ও স্বেচ্ছাসেবী সাথি আক্তার বক্তব্য রাখেন।
এ বিষয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যা চিকিৎসক সংকট। মাত্র দুইজন চিকিৎসক দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স চালানো হচ্ছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন মেরামতের জন্য দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এখনও তা ফেরত দেয়নি। তবে সব সেবার মান ভালো রয়েছে।’
- মো. শাহাদাত হোসেন মনু/এমআই