Logo

সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:১১

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা। প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নির্বাপণ হয়নি।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সংবাদ পায়ে ১২টা ১৯ মিনিটে। ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। 

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪,১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টার দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পরে। তাৎক্ষণিক কারখানার সকল গেট খুলে দিয়ে সকল শ্রমিকদের বের করে দেয় কর্তৃপক্ষ।

পলমল গ্রুপের কাটিং সেকশনের কর্মী হাবিবুর রহমান বলেন, ১১ টা ৫০ এ আগুন লাগার পর আমাদের দ্রুত নিচে নেমে যেতে বলা হয়। পরে নিচে নেমে জানালা দিয়ে দেখি অনেক ধোয়া বের হচ্ছে। যানজটের কারণে ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায়, ততক্ষণে আগুন ছড়িয়ে যায়। 

তিনি আরও জানান, ভবনটির দোতলায় ফিনিশিং গোডাউন রয়েছে। যেখানে শিপমেন্টের জন্য মালামালগুলো রেডি করা থাকে। সেখানে কার্টন দিয়ে ভর্তি। সেই সেকশনেই আগুন লেগেছে। 

আয়েশা ক্লথিং লিমিটেডের ৩ তলায় কর্মরত আরেক শ্রমিক মো. জিবাত হোসেন ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছানোর কথা বলেন। তিনি বলেন, ফায়ার এ্যালার্ম বাজার সাথেই আমরা সবাই নিচে নেমে আসি। সব শ্রমিক সুস্থভাবেই বের হয়ে এসেছে। তবে ফায়ার সার্ভিস ৪০-৪৫ মিনিট পর এসেছে। তারা আরও আগে আসলে ক্ষতি কম হত। 

আগুন নিয়ন্ত্রণে সহায়তাকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আগুন লাগছে ১২টার আগে। এখন বাজে ৩টা। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মূল আগুন তো ফিনিশিং সেকশনের ভেতরে। বাইরে থেকে পানি দিলে তো হবে না।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম বলেন, ‘দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিস্তারিত পরে জানানো হবে।’

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২ টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।’

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। ৮ তলা কারখানা ভবনের ২য় তলায় ওয়‍্যারহাউজে আগুন লেগেছে। প্রচুর ধোয়া ও তাপ এখানে। আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে নিতে। তবে আরও সময় লাগবে। বিস্তারিত পরে জানানো হবে।’

  • আরিফুল ইসলাম সাব্বির/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর