---2025-10-06T163128-68e39a97793a0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বনপাড়া–পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালিকাপুর বেড়পাড়া গ্রামের আনসার আলী (৬০), লালপুর উপজেলার মুনছের প্রামাণিক (৭০) ও একই এলাকার নয়ন (২৮)। আহতদের মধ্যে রয়েছেন আনসার আলীর স্ত্রী রাশেদা বেগম (৫০), ছেলে রানা (৪০) এবং আজগর আলীর ছেলে রাসেল (২৬)।
জানা যায়, বড়াইগ্রাম সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী আনসার আলী পরিবার নিয়ে গুনাইহাটি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। দুপুরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ‘কল্পনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি গুনাইহাটি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ মোড় নিতে গেলে বাসটি সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- নাজমুল হাসান/এমআই