Logo

সারাদেশ

বাউফলে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:১৩

বাউফলে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া বেগম (২২) নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। লামিয়া বেগম উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংগাখালি বাহেরচর গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে পাঁচ নবজাতকের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রসব ব্যথা অনুভূত হলে লামিয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।

ডা. মশিউর রহমান বলেন, ‘একসঙ্গে পাঁচ শিশুর জন্ম একটি বিরল ঘটনা। তবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও আনন্দের খবর।’

লামিয়া বেগমের চাচা রাফসান আলম রিজন বলেন, ‘আমরা আল্লাহর অশেষ রহমতে খুবই খুশি। একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম আমাদের পরিবারের জন্য এক অনন্য আশীর্বাদ। প্রথমে সবাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কৃপায় মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছে।’

  • আরিফুল ইসলাম সাগর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নবজাতক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর