নারায়ণগঞ্জে একদিনে ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩২

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বর্ষা শেষে হলেও মশার উপদ্রব ও রোগের বৃদ্ধি স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
চলতি বছর নারায়ণগঞ্জে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৩১ জনে পৌঁছেছে। সোমবার নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অক্টোবর মাসের প্রথম ছয় দিনেই ১১০ জন নতুন রোগী শনাক্ত হওয়া তথ্য উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জে কোনো হাসপাতালেই প্লাটিলেট কাউন্ট মেশিন নেই। ফলে প্লাটিলেট হঠাৎ কমে গেলে রোগীদের ঢাকায় পাঠানো হয়। এ কারণে রোগীর খরচ বৃদ্ধি এবং ঝুঁকি তৈরি হচ্ছে। চিকিৎসকরা জানান, অনেক সময় ঢাকায় পাঠানো রোগীর প্লাটিলেট পরীক্ষায় দেখা যায়, রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে না।
স্থানীয় বাসিন্দা রোজিনা আক্তার ও মনোয়ার হোসেনের মতো অনেকেই ঢাকায় দ্রুত চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ করতে বাধ্য হয়েছেন। নারায়ণগঞ্জে হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে, বেড সংকট ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধার অভাবে রোগীরা দিশেহারা।
জেলা স্বাস্থ্য বিভাগ এবং নাসিক সতর্ক করেছেন, ডেঙ্গুর প্রকোপ শীত আসার আগে আরও বাড়তে পারে। মশা নিধন ও জনসচেতনতার পাশাপাশি প্লাটিলেট মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের জরুরি প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না হলে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে।
নারায়ণগঞ্জ এখন ডেঙ্গুর সংক্রমণ এবং চিকিৎসা অবকাঠামোর ঘাটতির মাঝে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। রোগী ও পরিবারের সদস্যরা ঢাকায় ছুটছেন এবং প্লাটিলেট মেশিনের তাৎক্ষণিক প্রয়োজনের দাবি সব জোরে উঠছে।
- ইমতিয়াজ আহমেদ/এমআই