Logo

সারাদেশ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুকুল, সম্পাদক সেলিম

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৪১

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুকুল, সম্পাদক সেলিম

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুকুল, সম্পাদক সেলিম।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ২০২৫-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ বলেন, ‘কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র ও শ্রম আইন মেনে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। আহ্বায়ক কমিটি আমাদের যথাযথ সহযোগিতা করেছে, যার মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ সঠিকভাবে সম্পন্ন হয়েছে।’

এ নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট), সহসভাপতি পদে মুন্সী শাহিন (দৈনিক খবরওয়ালা), সাধারণ সম্পাদক পদে মোকাদ্দেস হোসেন সেলিম (দৈনিক মাটির ডাক), যুগ্ম সম্পাদক পদে আবু জব্বার সুজন (মানব জমিন), সাংগঠনিক সম্পাদক পদে আবু মনি সাকলায়েন এলিন (দৈনিক কুষ্টিয়ার খবর), দপ্তর সম্পাদক পদে আমীন হাসান (দি ডেইলী ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ পদে আকরামুজ্জামান আরিফ (বাংলাদেশের খবর), প্রচার সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম (দৈনিক জয়যাত্রা) এবং নির্বাহী সদস্য পদে এম এ কুদ্দুস (মানবকণ্ঠ) মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সব প্রার্থীর পদ বৈধ ঘোষিত হয়। ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় উক্ত ৯ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছর ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রপত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  •  আকরামুজজামান আরিফ/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর