সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:০৩
---2025-10-06T175439-68e3b029b05bc.jpg)
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্ত্রী শরীফা আক্তারের (২৮) পিঠে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছেন স্বামী আক্তার হোসেন (৪০)। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
গুরুতর আহত শরীফা আক্তার আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের সঙ্গে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে শরীফার প্রায় ১০ বছর আগে বিবাহ হয়। কয়েকবছর ধরে তাদের মাঝে পারিবারিক কলহ চলছিল। প্রায় এক বছর আগে শরীফা তার সাড়ে তিনবছর বয়সী মেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় স্বামী আক্তার হোসেন তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করার জন্য ধর্মপাশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাড়ে তিনবছর বয়সী শিশু সন্তানকে নিয়ে এই মামলায় হাজিরা দিতে এসে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন শরীফা।
এ সময় স্বামী আক্তার হোসেন আকস্মিকভাবে স্ত্রী শরীফার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে আদালতের পুলিশের কাছে ধারালো ছুরিটিসহ তাকে হস্তান্তর করেন।আহত শরীফাকে স্থানীয় লোকজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফা মারা যান।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত স্বামী আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন থানা পুলিশ হেফাজতে রয়েছে। ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
- মো. ইমাম হোসেন/এমআই