ঝিনাইদহে শিবির কর্মী হত্যা মামলায় আ.লীগের ৩ নেতা কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৩০
---2025-10-06T182809-68e3b6725367e.jpg)
ছবি : সংগৃহীত
ঝিনাইদহে শিবির কর্মী হত্যা, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ পৃথক চার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে আসামিরা ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ আমলি আদালতে হাজির হয়ে পৃথক চারটি মামলায় জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া নেতারা হলেন- জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ (৩৮), হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আওয়ামী লীগ কর্মী রাকিবুল ইসলাম (৩৭)।
ঝিনাইদহ আদালতের পরিদর্শক মুক্তার হোসেন জানান, আসামিরা আত্মসমর্পণ করলে হরিণাকুণ্ডু আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ ও কালীগঞ্জ আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান হত্যাসহ পৃথক চারটি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
- এম বুরহান উদ্দীন/এমআই