Logo

সারাদেশ

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৫২

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

বেতন বৈষম্য নিরসন ও নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি দিবাকর সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দেবরাজ পুরকায়স্থ, মো. জবান আলী, মো. এমদাদুল হক, মো. সজীব আহম্মদ, রিংকু চৌধুরী ও মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক একেএম রফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নবী হোসেন চৌধুরীসহ অন্যরা।

বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।

তাদের দাবি, এসব যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। দাবি বাস্তবায়িত হলেই তারা কর্মক্ষেত্রে ফিরবেন।

  • মেহেদী হাসান ভূঁইয়া/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর