ডাকাতির নাটক সাজিয়ে স্বর্ণের দোকানের মালিকসহ গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৯
---2025-10-06T185309-68e3bd379afe3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে স্বর্ণ আত্মসাতের উদ্দেশ্যে সাজানো ডাকাতির নাটক ফাঁস করেছে জেলা পুলিশ। এ ঘটনায় স্বর্ণের দোকান ‘অভি অলংকার’-এর মালিক শুভ দাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় মানিকগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণাকারপট্টির পান্ডব ভবনের নিচতলায় অবস্থিত ‘অভি অলংকার’ দোকানে দুইজন অজ্ঞাত দুষ্কৃতিকারী প্রবেশ করে। তারা দোকানের মালিক শুভ দাসকে ধারালো অস্ত্র দেখিয়ে লকারে থাকা আনুমানিক ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৩৬ লাখ টাকা) লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন দোকান মালিক। এসময় প্রতিরোধ করতে গেলে শুভ দাসের পিঠে ছুরিকাঘাত করা হয় বলে জানানো হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনার পরপরই তদন্তের নির্দেশ দেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মানিকগঞ্জ সদর ও শিবালয় থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শুভ দাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ দাস (৩৫), মালিক ‘অভি অলংকার’, আমানত হোসেন রানা (২৭), সোহান মিয়া (২১), মো. শরীফ খান (২২), মো. সবুজ মিয়া (২৭)।
এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, একটি ধারালো চাকু, ব্যবহৃত পোশাক, দোকান থেকে লুণ্ঠিত স্টিলের বক্স ও মোট ৩৯ ভরি ৭ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দোকান মালিক শুভ দাস নিজেই গ্রাহকের স্বর্ণ আত্মসাতের উদ্দেশ্যে এই ডাকাতির নাটক সাজান। তিনি পরিচিত মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে যোগসাজশ করে পুরো পরিকল্পনা করেন। পরে রানার সহযোগিতায় শরীফ খান ও অপর একজনকে শহরে এনে একটি হোটেলে রাখেন।
পরিকল্পনা অনুযায়ী, শুভ দাস সাজানো ডাকাতির জন্য ৫ লাখ টাকায় মৌখিক চুক্তি করেন এবং অভিযুক্তদের থাকা-খাওয়ার খরচ বাবদ ৪৫ হাজার টাকা প্রদান করেন। দুর্গাপূজা শেষে ৫ অক্টোবর রাতে দোকানে নাটকটি বাস্তবায়ন করা হয়। এমনকি শুভ দাস নিজেই ছুরিকাঘাতের ভান করেন-যাতে ঘটনাটি বাস্তব মনে হয়।
পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জানান, শুভ দাসের মূল উদ্দেশ্য ছিল গ্রাহকের জমা রাখা স্বর্ণ আত্মসাৎ করা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- আফ্রিদি আহাম্মেদ/এমআই