Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:২৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বেপরোয়া বাসের চাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বাসের ধাক্কায় দুইজন অটোরিকশা চালকও গুরুতর আহত হন। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ফতুল্লার জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন ও ইজিবাইক চালকরা জড়ো হয়ে বাসটির চালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) মারধর করে পুলিশে দেন। ভাঙচুর করা হয় দুর্ঘটনা কবলিত বাসটি এবং পরে একই পরিবহনের আরেকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। 

নিহত মোজাম্মেল হক ফতুল্লার জেলখানা এলাকার বাসিন্দা। আহত অটোরিকশা চালক আনিসুর রহমান (৩৮) মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ও রানা বাবু (৪০) জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে অপেক্ষমাণ অটোরিকশাগুলো সজোরে ধাক্কা দেয়। এতে আনিসুর রহমান ও রানা বাবু নামের দুইজন অটোরিকশাচালক গুরুতর আহত হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। আহত চারজনেই নারায়ণগঞ্জ ৩শ' শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে পুলিশ প্রাথমিকভাবে নিহতের খবর জানাতে না পারলেও নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামে একজন নিহত হয়েছে। আহত আরো দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও গণপিটুনিতে আহত বাসের চালক ও হেলপারকে এখানে আনা হয়েছে। তাদেরকেও চিকিৎসা দেয়া হচ্ছে।

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর