Logo

সারাদেশ

চট্টগ্রামে সাড়ে ৯ ফুট অজগর উদ্ধার

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:২৬

চট্টগ্রামে সাড়ে ৯ ফুট অজগর উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় একটি বিশাল আকৃতির অজগর সাপ পাচারের আগেই উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ডাকবাংলোর মসজিদের পাশের একটি গাছ থেকে বেদে সম্প্রদায়ের মো. বেলাল নামের এক ব্যক্তি সাড়ে ৯ ফুট লম্বা সাপটি ধরেন।

সাপ ধরার দৃশ্য দেখতে মুহূর্তেই এলাকায় শত শত মানুষ জড়ো হয়। দীর্ঘ সময় চেষ্টা করে গাছ থেকে নামিয়ে সাপটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায় বেলাল। খবর পেয়ে বনবিভাগ দ্রুত অভিযান চালায়। উপজেলার মনসা বাদামতল এলাকার বেদে পল্লীতে তল্লাশি চালিয়ে বস্তায় ভরা অবস্থায় অজগর সাপটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত বেলালকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

পরে বিকেল ৫টার দিকে হাইদগাঁও ইউনিয়নের গহিন পাহাড়ে সাপটি অবমুক্ত করে বনবিভাগ।

স্থানীয়রা জানান, ওই গাছে অজগর সাপটি কয়েকদিন ধরেই অবস্থান করছিল। বনবিভাগকে না জানিয়ে বেলাল সেটি ধরে নিয়ে যাওয়ায় পাচারের সন্দেহ হয়।

চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় বলেন, ‘বনবিভাগের সঙ্গে যৌথ অভিযানে আমরা সাপটি উদ্ধার করি।’ 

এটি বস্তায় ভরা অবস্থায় লুকিয়ে রাখা হয়েছিল। পরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।” তিনি আরও জানান, এর আগেও বেলালের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২২টি সাপ উদ্ধার করা হয়েছে। পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, “স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।

  • ইমরান হোসেন মুন্না/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর