আ.লীগ নেতা চন্দন কুমার পালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:৩৬
---2025-10-06T203347-68e3d3d08e3ab.jpg)
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির রাষ্ট্রপক্ষের পিপির আবেদনক্রমে শুনানি অন্তে ওই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন একই আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
আদালত সূত্রে জানায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ছয় মামলায় উচ্চ আদালত থেকে ও সর্বশেষ আরও একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা দায়রা আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পায়। এর পর থেকে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। গুঞ্জন ওঠে, তিনি জামিনে মুক্তির পর দেশত্যাগ করছেন।
এদিকে, ওই গুঞ্জন ও সমালোচনার প্রেক্ষিতে সোমবার বিকেলে রাষ্ট্রপক্ষের বিশেষ আবেদনে জানায় যে, অন্তর্বর্তীকালীন জামিনে থাকা চন্দন কুমার পাল যে কোন মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাই পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়। পরে আবেদনের বিষয়ে শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেন।
- শাহরিয়ার শাকির/এমআই