ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে দেশব্যাপী মানববন্ধন

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:৫৫
---2025-10-06T204526-68e3d87d90362.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী ব্যাংকে গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো খবর;
ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংকে গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখা গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুরের সভাপতিত্বে সোমবার (৬ অক্টোবর) উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে, বৈষম্যবিরোধী চাকুরি প্রাত্যাশী পরিষদ অংশগ্রহণ করে।
বাগেরহাট : ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রতিবাদসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, মোহাম্মদ সাইফুল শেখ, মো. সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
গাইবান্ধা : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ, গাইবান্ধার আয়োজনে গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মো. হুমায়ুন ফারহানের সভাপতিত্বে বক্তব্য দেন- আবু সাঈদ, মিজানুর রহমান, আব্দুল বাসেদ মন্ডল, নিরব ইসলাম হক।
বগুড়া : শেরপুরে ইসলামী ব্যাংক থেকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।
কর্মসূচিতে বক্তব্য দেন- বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ শফিকুল ইসলাম শিরু, প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম, সাংবাদিক আকরাম হোসাইন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেদায়েতুল ইসলাম, হাফেজ জহুরুল ইসলাম, সমাজসেবক ও ইসলামী ব্যাংকের গ্রাহক জাফরুল ইসলাম প্রমুখ।
বরিশাল : ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্ত ও মেধাভিত্তিক নিয়োগ প্রবর্তনের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় উপজেলা টরকী বন্দরস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে বক্তব্য দেন-হাফেজ মোখলেসুর রহমান, শওকত হোসেন, বাবুল কাজী, নাসির উদ্দিন, ইমরান তালুকদার, হানিফ সরদার প্রমুখ। সমাবেশে অংশগ্রহণকারীরা আশঙ্কা প্রকাশ করেন, ব্যাংকিং খাতে অবৈধ নিয়োগ ও দুর্নীতি প্রতিরোধ করা না হলে দেশের আর্থিক নিরাপত্তা সংকটে পড়বে এবং সাধারণ মানুষের আস্থা কমে যাবে।
- ডিআর/এমআই