---2025-10-06T212250-68e3df2653c0a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারনাকে ঘিরে রং লেগেছে পাহাড়ে। রাজবাড়ী মাঠ, কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, রাজগুরু বৌদ্ধ বিহার, সার্বজনীন বৌদ্ধ বিহারসহ আশপাশের ক্যায়াংগুলো থেকে উড়ানো শত শত ফানুসে রঙিন হয় বান্দরবানের রাতের আকাশ।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে বিভিন্ন ক্যাং ও পাড়া থেকে উড়ানো হয় শত শত বিভিন্ন রংয়ের ও ভিন্ন ভিন্ন সাইজের ফানুস বাতি। এসময় অসংখ্য ফানুস বাতির আলোতে আলোকিত হয় রাতের পাহাড়ের আকাশ। একে একে ফানুস উড়তে উড়তে পাহাড়ের পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে।
এর আগে উৎসব উপলক্ষে সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠ হতে এক বিশাল মনোমুগ্ধকর রথ টেনে রাজগুরু বৌদ্ধ বিহারে উৎসর্গ করা হয়। এসময় রথে থাকা বুদ্ধমূর্তিকে পূজারিরা মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম নিবেদনের পাশাপাশি সুখ, শান্তি লাভের আশায় প্রদান করেন বিভিন্ন পরিমাণ দানের অর্থ।
পরে রথটি পুনরায় নিয়ে উজানীপাড়া বৌদ্ধ বিহার হয়ে পুরাতন রাজবাড়ী মাঠে নিয়ে যাওয়া হয়। এদিকে রাতে বিভিন্ন পাড়া ও মহল্লা দলগতভাবে পিঠা তৈরি উৎসবে মেতে উঠে তরুণ-তরুণীরা। উৎসবকে ঘিরে সকলের অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় বান্দরবান শহর। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারায় খুশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, আগামীকাল (৭ অক্টোবর) রাতে রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে রথটি সাঙ্গু নদীতে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে তিনদিনব্যাপী প্রবারণা পূর্ণিমা।
- সোহেল কান্তি নাথ/এমআই