Logo

সারাদেশ

যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:৪২

যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর

ছবি : বাংলাদেশের খবর

যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলটির সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, ‘যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের রাজনীতি আজও জনগণের কল্যাণে নয়, ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে।’

চরমোনাই পীর বলেন, ‘রাজনীতির মূল লক্ষ্য দেশের কল্যাণ, কিন্তু গত ৫৪ বছরে সেই লক্ষ্য অর্জিত হয়নি। দেশে দুর্নীতি হয়েছে, টাকা পাচার করে বেগমপাড়া গড়া হয়েছে, বিদেশে শত শত বাড়ি তৈরি করা হয়েছে। বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে-এটা জাতির লজ্জা।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে ঘুম ও খুন করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা ফ্যাসিস্ট; এ দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না।’

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি পিআর ছাড়া আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায়, তাহলে দেশে স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে, চাঁদাবাজি আরও বাড়বে। বিএনপি শরীয়াহ আইনে বিশ্বাস করে না।’

তিনি ঘোষণা দেন, ‘এদেশ হবে ইসলামের। আগামী নির্বাচনে ইসলামী সকল দলের ভোটের বাক্স হবে একটাই।’

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

  • মো. আব্দুল হালিম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর