Logo

সারাদেশ

সীতাকুণ্ডে ডেঙ্গু-চিকুনগুনিয়া বাড়ছে, মশক নিধন কার্যক্রম বন্ধ

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:০৭

সীতাকুণ্ডে ডেঙ্গু-চিকুনগুনিয়া বাড়ছে, মশক নিধন কার্যক্রম বন্ধ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া। শহর থেকে গ্রাম—সব জায়গায় প্রতিটি ঘরে এর প্রভাব পড়ছে। আক্রান্ত হয়ে নানা বয়সের মানুষ উচ্চ জ্বর ও তীব্র ব্যথায় হাসপাতালে এবং বাসাবাড়িতে শয্যাশায়ী হয়ে পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আউটডোর ও ইনডোরে আগত রোগীদের অধিকাংশই জ্বর ও ব্যথাজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষার পর অনেকেই ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নির্দিষ্ট চিকিৎসা না থাকায় সাধারণ ওষুধে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা জটিল হলে রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া একই প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। শুধুমাত্র লক্ষণ দেখে এ রোগ আলাদা করা যায় না; পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তবে বর্তমানে কিট সংকট থাকায় চিকুনগুনিয়ার পরীক্ষা করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার, বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া জরুরি। কারণ জমে থাকা পানিতেই ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয়।’

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়িয়ে পড়লেও সীতাকুণ্ডে মশক নিধন কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। দীর্ঘদিন অপরিচ্ছন্ন নালা-নর্দমা এসব রোগের প্রজননস্থলে পরিণত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে ডেঙ্গু পরীক্ষার জন্য আসা ৬৬৭ জন রোগীর মধ্যে ১১৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে।

জামশেদ আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর