Logo

সারাদেশ

ভাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১১

ভাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বেকারি পরিচালনার দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানকেও জরিমানা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

অভিযানে ‘লতিফ শাহ ফাস্ট ফুড অ্যান্ড বেকারি’র ম্যানেজার মো. মরিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়াই বেকারি পরিচালনা করছিল বলে আদালত জানায়।

একই ধারায় মালিগ্রাম বাজারের এক মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে দোকানদার কৃষ্ণ কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম মওলা, এসআই আজাদ ও ভাঙ্গা ভূমি অফিসের পেশকার মাহবুব মোল্লা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

মোসলেউদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর