Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় যুবকদের স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, বাড়ল সড়কের নিরাপত্তা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৬

আলফাডাঙ্গায় যুবকদের স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, বাড়ল সড়কের নিরাপত্তা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পিচঢালা সড়কগুলোতে ঝোপঝাড় ও লতানো গাছের কারণে শিক্ষার্থী, পথচারী ও যানচালকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একসঙ্গে দুটি বড় গাড়ি চলাচল করতে পারার সুযোগ না থাকায় প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটছে।

এই পরিস্থিতিতে স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশ পরিষ্কার করেছেন। সোমবার (৬ অক্টোবর) আলফাডাঙ্গা সদর ইউনিয়নের দরুণা ঘোষ বাড়ি মোড় থেকে জাটিগ্রাম পশ্চিমপাড়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের ঝোপঝাড় এবং আগাছা পরিষ্কার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছিল। লতানো গাছ ও ডালপালার কারণে সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় পথচারী ও যানচালকরা নানা সমস্যায় পড়তেন। বিষয়টি নজরে নিয়ে প্রথমে জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার সানোয়ার মিয়া, তুষার মিয়া, আরাফাত মিয়া ও লিমন মিয়া স্বেচ্ছাশ্রমে সড়কের দু’ধার পরিষ্কার করার উদ্যোগ নেন। পরে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও ৩৫–৪০ জন যুবক কাজের সঙ্গে যুক্ত হন।

আরাফাত মিয়া বলেন, ‘এলাকার সৌন্দর্যের স্বার্থে আমরা সকলে স্বেচ্ছাশ্রম দিচ্ছি। ঝোপঝাড় পরিষ্কার করায় রাস্তা বড় হয়েছে। তরুণ যুবক ও শিক্ষার্থীরা আমাদের কাজে সহযোগিতা করছে।’

উদ্যোক্তা সানোয়ার মিয়া বলেন, ‘প্রথমে আমরা চারজন যুবক এই উদ্যোগ নিয়েছিলাম। ঝোপঝাড়ের কারণে টার্নিংয়ের সামনে দেখা যেত না। এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকত। এখন রাস্তা বড় হয়েছে এবং সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’

ওয়ার্ড সদস্য জাকির মিয়া বলেন, ‘সড়কের দুই পাশ পরিস্কার-পরিচ্ছন্ন দেখে অনেক সুন্দর লাগছে। অতীতে কেউ এভাবে সড়ক পরিষ্কার করেনি। এলাকার পরিবেশ রক্ষায় তাদের মতো সবাইকে এগিয়ে আসা উচিত।’

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘যুবকরা যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তাদের মতো সবার উচিত নিজ এলাকার রাস্তা-ঘাট পরিষ্কার করা। এতে দেশ এগিয়ে যাবে।’

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর