Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে মাদকাসক্ত পিতার দায়ের কোপে শিশু সন্তানের মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১

লক্ষ্মীপুরে মাদকাসক্ত পিতার দায়ের কোপে শিশু সন্তানের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরের সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক যুবকের দায়ের কোপে তার ৬ বছরের মেয়ে ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। সে মাদকাসক্ত। ঘটনার সময় পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। কলহের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তার মেয়েকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি শিশুটিকে বাড়ির পুকুরে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই ফারিহা সুলতানা মারা যায়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান বলেন, ‘বাড়ির লোকজন ঘাতক ফারুককে ধরে ফেলেন এবং জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফারুককে আটক করে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ঘাতককে ইতোমধ্যেই আটক করা হয়েছে।’

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর