নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এনসিপির উদ্বেগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯
-68e47fa682fb0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু রোগী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ এনসিপি। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড সম্পর্কে জানতে এবং নিজেদের উদ্বেগ জানাতে নাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতৃবৃন্দ।
সোমবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।
সাক্ষাৎকারে এনসিপির নেতৃবৃন্দ শহরের ডেঙ্গু বিস্তার রোধ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যা প্রশাসকের সামনে তুলে ধরেন। পাশাপাশি দ্রুত সমাধান চাওয়ার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে নাসিক প্রশাসক আশ্বাস দেন, ডেঙ্গু নির্মূলে দ্রুত কার্যক্রম নেওয়া হবে। চলমান কার্যক্রম বৃদ্ধি করা হবে, সচেতনতামূলক কাজ বাড়ানো হবে এবং নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এসব কাজে জনগণকেও যুক্ত করার কথা জানান তিনি। শহরের দীর্ঘমেয়াদী যানজট সমস্যার সমাধানে পরিকল্পনা গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেন।
এআরএস