ইঞ্জিনসহ উল্টে গেল ট্রেন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫০
সিলেটের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে আসা ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ কয়েকটি বগি উল্টে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।
সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, উপজেলার মোগলাবাজার স্টেশনে লোকোমোটিভসহ ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল।

তিনি আরও বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার ট্রেন আসছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কাজে নিযুক্ত হয়েছেন।
এমবি

