Logo

সারাদেশ

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৭

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে পুলিশ পরিচয়ে ডাকাতি চালানোর সময় গ্রামবাসীর সহযোগিতায় তিন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেজপাড়া গ্রামের ব্যবসায়ী বজলুল করিমের বাড়িতে পুলিশের ছদ্মবেশ ধারণ করে ডাকাতি করতে আসে আট সদস্যের একটি দল। বাড়িতে তখন শুধুমাত্র তার স্ত্রী উপস্থিত ছিলেন। তারা মাদকদ্রব্যের অভিযান চালাচ্ছে বলে দাবি করে বাড়িতে প্রবেশ করে।

ডাকাতরা বাড়ির আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫–২০ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ২০ হাজার টাকা লুট করে পালানোর চেষ্টা করে। ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে এবং ডাকাতদের ধরার চেষ্টা করে। এসময় গ্রামে ছড়িয়ে থাকা অবস্থায় তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর