Logo

সারাদেশ

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৫

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

মাগুরার শ্রীপুরে পুকুরে ডুবে মাহিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) উপজেলার আমলসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহিয়া ওই গ্রামের শুকুর আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুটির বাবা শুকুর আলী ছোট মেয়ে মাহিয়াকে সঙ্গে নিয়ে বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন। পরে তিনি বাড়িতে কাজে ব্যস্ত থাকেন। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভেতরে হাঁটাচলা করছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত কুমার বিশ্বাস শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর