Logo

সারাদেশ

প্রবীণদের হাতে গড়া পৃথিবী, তরুণদের স্বপ্নে নতুন রঙ

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৫

প্রবীণদের হাতে গড়া পৃথিবী, তরুণদের স্বপ্নে নতুন রঙ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ও নাগরী ইউনিয়নে ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্পের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিঞা বাক্কু।

এছাড়া উপস্থিত ছিলেন কারিতাসের কর্মকর্তা ফরিদ আহম্মেদ খান, জয়ন্ত মজুমদার, শিপ্রা রোজারিও, রকি প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মপল্লীর পালপুরোহিত, উন্নয়নমিত্র এবং তুমলিয়া ও নাগরীর ১৬টি প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী ক্লাবের প্রায় দুই শতাধিক সদস্য।

আলোচনা শেষে অতি প্রবীণ ব্যক্তিদের হাতে ওয়াকিং স্টিক ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যাদের হাত ধরে আমরা আজকের অবস্থানে এসেছি, তাদের প্রতি আমাদের ঋণ অশেষ। তাদের শ্রম, ত্যাগ ও ভালোবাসার ফলেই আমরা স্বপ্ন দেখতে শিখেছি। এখন আমাদের দায়িত্ব এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, যাতে তাদের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকে এবং তারা গড়া পৃথিবী সুরক্ষিত থাকে।

বক্তারা আরও বলেন, প্রকৃতি, সমাজ ও সম্পর্ককে সযত্নে রক্ষা করলেই টিকে থাকবে আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ।

রফিক সরকার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর