শাপলা প্রতীক না দিলে রাজপথ আবারো উত্তাল হবে : সারজিস

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:২৪
---2025-10-07T151622-68e4dc52adf8e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আইনি প্রক্রিয়া মেনে এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া না হলে রাজপথ আবারো উত্তাল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ শহরের অডিটোরাম হলরুমে সংগঠনটির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই সভায় উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ‘যদি আইনি প্রক্রিয়া মেনে এনসিপিকে তাদের ন্যায্য প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া না হয়, তাহলে এর প্রতিবাদ রাজপথের তীব্র আন্দোলনের মাধ্যমে জানানো হবে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'স্বেচ্ছাচারিতা' এবং 'বাহ্যিক চাপের কাছে প্রভাবিত হওয়ার' মতো গুরুতর অভিযোগ এনেছেন।’
তিনি বলেন, ‘আমরা দেশের আইন ও নীতিমালা অনুসরণ করে প্রতীক চেয়েছি। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো আইনগত বা যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেনি কেন তারা আমাদের শাপলা প্রতীক বরাদ্দ দেবে না। বৈধভাবে প্রতীক চেয়েও ইসি যদি কারণ দেখাতে না পারে, তাহলে বুঝতে হবে তারা ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘যদি আইন উপেক্ষা করে প্রতীক না দেওয়া হয়, তবে ইসির ওপর আমাদের কোনো আস্থা থাকবে না। এর সমাধান রাজপথ থেকেই হবে। প্রতীক না পেলে নির্বাচনের পরিবেশ কীভাবে তৈরি হয়, আমরা তা দেখে নেব। মানুষ আশা করেছিল একটি বোল্ড (দৃঢ়) সিদ্ধান্ত এবং সেই সব অপকর্মের শেষ, যার বিরুদ্ধে তারা রাজপথে নেমেছিল। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গতি দেখতে পাচ্ছি না। এই গাফিলতির দায় উপদেষ্টাদেরও নিতে হবে।’
নওগাঁর এই কর্মী সমাবেশ থেকেই প্রতীক আদায়ের দাবিতে উত্তরাঞ্চলে আগামী দিনে কঠোর আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়।
- এম এ রাজ্জাক/এমআই