Logo

সারাদেশ

চীনে স্পিড স্কেটিং টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বগুড়ার পৃথিবী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:০৫

চীনে স্পিড স্কেটিং টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বগুড়ার পৃথিবী

নাবীয়্যূন ইসলাম পৃথিবী। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশি স্কেটাররা দীর্ঘ সাত বছর পর আবারও বিদেশের মাটিতে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে শুরু হবে আন্তর্জাতিক স্পিড রোলার স্কেটিং টুর্নামেন্ট। সেখানে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে বাংলাদেশের সাতজন স্কেটার। তাদের মধ্যে নাবীয়্যূন ইসলাম পৃথিবী বগুড়ার সন্তান।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের মনোনীত ১০ সদস্যের দল। এর মধ্যে রয়েছেন সাতজন খেলোয়াড় ও তিনজন কর্মকর্তা। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন-আকিফ হামিদ, মুনজির আফনান বিশ্বাস, আতাহার শিহাব অদিত, জারিফ আহমেদ সরকার, ফ্যালিশা রুজবেহ, আফরাজ বিন আরিফ এবং নাবীয়্যূন ইসলাম পৃথিবী। তারা ২০০ মিটার, ৫০০ মিটার স্পিড ও ১০০০ মিটার স্প্রিন্ট-এই পাঁচটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলের সঙ্গে থাকছেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রধান কোচ আশরাফুল আলম মাসুম এবং সহকারী কোচ আসিফ ইকবাল। প্রতিযোগিতা শেষে আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল।

এবারের টুর্নামেন্টে বিশেষ নজর থাকবে বগুড়ার নাবীয়্যূন ইসলাম পৃথিবীর ওপর। ঢাকার বাইরের একমাত্র প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিচ্ছে সে। প্রায় আট বছর ধরে স্কেটিংয়ে যুক্ত নাবীয়্যূন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের হয়ে অনুশীলন করে আসছে। ক্লাবটির প্রতিষ্ঠাতা ও কোচ সাংবাদিক আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে সে। এর আগে দুটি জাতীয় ইভেন্টে রৌপ্যপদক জিতেছে নাবীয়্যূন। এছাড়া রোপ স্কিপিংয়ে চলতি বছরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে। চীনের আসরে জুনিয়র-এ গ্রুপ থেকে ৫০০ মিটার স্পিড ও ১০০০ মিটার স্প্রিন্টে প্রতিযোগিতা করবে সে।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারা জানান, তিন মাস আগে থেকে এ প্রতিযোগিতার জন্য বাছাই শুরু হয়। নির্বাচিত খেলোয়াড়দের দুই মাস বিশেষ তত্ত্বাবধানে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফেডারেশনের নিজস্ব গ্রাউন্ডে।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় বাংলাদেশের স্কেটাররা।

  • ডিআর/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর