---2025-10-07T164619-68e4ef7814c4c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকিও ছিনিয়ে নেন হামলাকারীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ১০টিরও বেশি মামলার আসামি জাহেদুল ইসলাম রিপনকে (৩৮) সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিকে থানায় নিয়ে যাওয়ার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি লুট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হন।
পরে মডেল থানার আরও পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, অস্ত্র আইনের মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। সময়
এম. এমরান পাটোয়ারী/এমআই