Logo

সারাদেশ

মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক কর্মশালা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:২৫

মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

“শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় সাংবাদিকদের অংশগ্রহণে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন’ বিষয়ক দিনব্যাপী কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুল বাতেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রমিতি সরকার এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার আনিসুর হক আকন্দ। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা টাইফয়েড ভ্যাকসিনেশন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের এই বিষয়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করার আহ্বান জানান।

  • ‎আফ্রিদি আহাম্মেদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর