অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ছুরিসহ ডাকাতির সরঞ্জাম, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:১৩
---2025-10-07T181255-68e503ea2b1cc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়ায় অ্যাম্বুলেন্সে লুকানো ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপির সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা একটি অ্যাম্বুলেন্স।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপ চালক মো. রাসেল (২৩) ও একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।
পুলিশ সূত্র জানায়, ভোরে হাইওয়ে পুলিশের টহল দল মুহুরীগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পিএইচপির সামনে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহ হলে পুলিশ কাছে যেতেই তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা অপর তিনজনকে আটক করে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’-লেখা অ্যাম্বুলেন্সটি।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সদস্য। অ্যাম্বুলেন্স চালকই এই দলের মূলহোতা। এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু নোমান বাদি হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেছেন।’
- এম. এমরান পাটোয়ারী/এমআই