Logo

সারাদেশ

কুমিল্লায় মাদক কারবারি মিলন গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

কুমিল্লায় মাদক কারবারি মিলন গ্রেপ্তার

গ্রেপ্তার মিলন।

কুমিল্লার বরুড়া উপজেলায় কুখ্যাত মাদক কারবারি মো. মিলন মিয়াকে (৪৪) গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

গ্রেপ্তার মিলন মিয়া আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের দক্ষিণ পাড়ার ইউনুস কাজীর ছেলে।

জানা যায়, এএসআই (নিরস্ত্র) মো. ছেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন। মিলনের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা (১ বছরের সশ্রম কারাদণ্ড) এবং দুটি জিআর পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে একাধিক মাদক ও মারধরের মামলা অন্তর্ভুক্ত।

পুলিশ জানায়, মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয়রা তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না।’

তারা আরও বলেন, ‘মিলনের গ্রেপ্তারে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। আশা করি আর কেউ যেন এভাবে এলাকায় মাদক ব্যবসা চালাতে না পারে।’

ওসি কাজী নাজমুল হক বলেন, ‘মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের কঠোর অবস্থান থাকবে।’

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর