Logo

সারাদেশ

নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:০১

নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়া জিহাদুল ইসলাম পেয়েছেন নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিহাদুল ইসলামকে নতুন একটি ভ্যান উপহার দিয়েছেন ইউএনও রাসেল ইকবাল। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও গণমাধ্যম কর্মী মিয়া রাকিবুল প্রমুখ। 

জিহাদুল ইসলাম উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও নানীসহ সাতজনের সংসার চলে ভ্যানের চাকায়। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর রাতের আঁধারে আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। উপার্জনের পথ হারিয়ে ও ঋণের দায়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন।

চুরি হওয়ার পর নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বসিত জিহাদুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভ্যান চুরি হওয়ার পর সাত সদস্যের পরিবার নিয়ে তিনি চোখে অন্ধকার দেখছিলেন। তার পক্ষে সম্ভব ছিল না নতুন একটি ভ্যান কেনার। কারণ তার এমনিতেই এনজিও থেকে নেওয়া ঋণের দায়ে রয়েছেন। বর্তমানে নতুন ভ্যানটি পেয়ে ইউএনও'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি’।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে এক যুবক অসহায় হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আমাদের নজরে আসে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান তৈরি করে তার কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর