Logo

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:০৭

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান

ছবি : বাংলাদেশের খবর

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৭ অক্টোবর) ১৪ নং ওয়ার্ডের দেওভোগ লক্ষী নারায়ণ আখড়া ও ডি এন রোড গোয়ালপাড়া এলাকায় একযোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

একই সাথে ডেঙ্গু হটস্পট চিহ্নিত স্থানগুলো পরিদর্শন করা হয় এবং ডেঙ্গুর লার্ভা জন্মানোর স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। এসময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং চৌধুরী কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের ডেভেলপারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নর্দমার ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয়। তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ডেঙ্গু যেন মহামারি আকারে ছড়িয়ে না পড়ে, সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি- সেজন্যই আমাদের এ বিশেষ অভিযান।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের অংশগ্রহণ। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ব্যতীত বিশাল জনসংখ্যার এই সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। আমরা যদি নিজেরা সচেতন হই, অন্তত নিজের আঙিনা নিজে পরিষ্কার করি তাহলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব। এই অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মো. নাজমূল হুদা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশক নিধন সুপারভাইজার ইদ্রিস আলী, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর শ্যামলী সাহা ও সাখাওয়াত হোসেন সুমন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড সচিব মো. ইমরান হোসেন জিসান উপস্থিত ছিলেন।

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর