Logo

সারাদেশ

কুষ্টিয়ায় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:৩০

কুষ্টিয়ায় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তিন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন কৃষকেরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার সাঁওতা মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম কুমারখালী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, নজরুল ইসলাম ও আফরোজা বেগমের বিরুদ্ধে ভুয়া স্বাক্ষর সংবলিত অভিযোগপত্র কৃষি অফিসে জমা দিয়েছেন। এতে এলাকার কৃষকদের নাম জাল স্বাক্ষর হিসেবে ব্যবহার করা হয়েছে।

কৃষক নাসির উদ্দিন বলেন, কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনা কৃষকেরা নিয়মিত পাচ্ছেন। অথচ মনিরুল ইসলাম রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া অভিযোগ দিয়ে কর্মকর্তাদের হয়রানি করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কৃষক নুর হক বলেন, ‘মনিরুল ইসলামের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

অন্য এক কৃষক কামাল খা বলেন, ‘বর্তমান তিন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত মাঠে এসে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি।’

মানববন্ধনে কৃষকেরা দ্রুত তদন্ত করে এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান।

  • আকরামুজ্জামান আরিফ/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর