Logo

সারাদেশ

বরিশালে যৌথ অভিযানে জেলেদের হামলা, আটক ৭

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:৩৪

বরিশালে যৌথ অভিযানে জেলেদের হামলা, আটক ৭

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের হিজলায় মূল মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

 এতে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্ট গার্ডের কয়েকজন সদস্য আহত হন। এ সময় মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত একটি স্পিডবোটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার খবর পেয়ে কোস্ট গার্ড হিজলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল আলীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন কর্মকর্তা আহত হন। পরে কোস্ট গার্ড সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৭ জন জেলেকে আটক করেন এবং ঘটনাস্থল থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।

অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কনটিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এবং হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযান চলাকালে মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত স্পিডবোটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে ইলিশ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। কিন্তু কিছু বিক্ষুব্ধ জেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে কোস্ট গার্ডের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

কোস্ট গার্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন,‘আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ অভিযানে নদ–নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ের মধ্যে দেশের সব নদীপথে প্রশাসন, কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

  • গাজী আরিফুর রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর