Logo

সারাদেশ

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৮ জেলে আটক

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২১:১৭

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৮ জেলে আটক

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় আট জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় জেলেদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন দুই জেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের কাটাখালী সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

নৌপুলিশ জানায়, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময় নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌপুলিশ নদীতে টহল দিচ্ছিল। অভিযানের সময় জেলেরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে এবং বৈঠা দিয়ে কনস্টেবল মোবারক হোসেনকে আঘাত করে। এ ছাড়া পোড়া মাটির চাক্কি নিক্ষেপে আহত হন কনস্টেবল ওম প্রকাশ দে।

পালানোর সময় মো. হেলাল নামে এক জেলে নৌকা থেকে লাফ দিলে প্রপেলারের আঘাতে তার ডান পায়ের গোড়ালি ও বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জেলে মো. বাবলুও লাফ দিয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই হাজার মিটার কারেন্ট জাল, চারটি বৈঠা ও ১০টি পোড়া মাটির চাক্কি জব্দ করে পুলিশ।

মজু চৌধুরী ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আজিজুল হক বলেন, ‘সরকারি কাজে বাধা ও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের ঘটনায় থানায় মামলা করেছি। আটকদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

  • মোস্তাফিজুর রহমান টিপু/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর