Logo

সারাদেশ

ক্যাম্পের বাইরে আসা ১৭১ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠালো বিজিবি

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২০

ক্যাম্পের বাইরে আসা ১৭১ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বাহিরে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১৭১ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বিজিবি। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছেন।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। অপহরণ, মানবপাচার, মারামারি, খুন-গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ইব্রাহীম মাহমুদ/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর