চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসরাফিল আলম সনিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, জাল টাকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এডি রেজিমেন্টের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটক ইসরাফিল আলম সনি আলমডাঙ্গা মিয়াপাড়ার আবু তাহেরের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক বোতল বিদেশি মদ, চারটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি, রামদা, হাসুয়া ও ছুরি), ৫০০ টাকার জাল নোটসহ নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।
অভিযানকালে পলাতক থাকা পিয়াল মাহমুদ সাদ্দাম পালিয়ে গেলে তাকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ‘দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ইসরাফিল আলম সনিকে থানা হেফাজতে দিয়েছে সেনাবাহিনী। ইসরাফিল আলম সনি ও পলাতক পিয়াল মাহমুদ সাদ্দামকে আসামি করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’
উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচএস