কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে টাস্কফোর্সের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ও শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন ওরফে মনির (৩৮)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানতে পারে, রহমতের বিল এলাকায় ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে মনির হোসেন অবস্থান নেবেন। পরে ব্যাটালিয়ন সদর ও বালুখালী বিওপি’র বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। তিনি উখিয়া থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং ২০২৪ সালের নভেম্বরে দায়ের হওয়া ৯ হাজার ৬০০ পিস ইয়াবা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ‘সাধারণত বহনকারী বা মাঠ পর্যায়ের ইয়াবা কারবারিরাই ধরা পড়ে। কিন্তু মনির হোসেনের মতো গডফাদাররা দীর্ঘদিন আড়ালে থেকে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। আমরা এ ধরনের গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
আটক মনির হোসেনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

