 
					ছবি : বাংলাদেশের খবর
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া–সিংড়া বাজার সড়কে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত তিন চাকার যান (লাটা) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী এবং অন্যজন পথচারী।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) এবং এক অজ্ঞাতপরিচয় পথচারী। নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮)। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবু হুরাইরার চাচা টিটো বিশ্বাস জানান, রাত ৮টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তালখড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা লাটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হুরাইরা এবং এক পথচারী নিহত হন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, ‘মোটরসাইকেল ও লাটার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী ও এক পথচারী মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে।’
তাছিন জামান/এমএইচএস


 
			 
							